মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) ঘোষণা করেছে যে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত থেকে তাদের হাজার হাজার কর্মীকে ছুটিতে পাঠানো হবে। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, এই সিদ্ধান্তের প্রভাব পড়বে ইউএসএআইডির সকল সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মীর ওপর। তবে জরুরি মিশন কার্যক্রম, মূল নেতৃত্ব এবং বিশেষভাবে মনোনীত কর্মসূচির আওতায় থাকা কর্মীরা এ আদেশের বাইরে থাকবেন। যদিও কোন নির্দিষ্ট কার্যক্রমে এই সিদ্ধান্ত প্রভাব ফেলবে তা এখনো পরিষ্কার নয়, তবে বৃহস্পতিবার বিকালের মধ্যে কর্মীদের এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে। খবরটি বিবিসি থেকে পাওয়া গেছে।
ইউএসএআইডি নিয়ে কয়েকদিন ধরেই বিতর্ক চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংস্থাটির অর্থায়ন বন্ধ করে দিয়েছেন এবং এর কর্মপরিধি নিয়ে প্রশ্ন তুলেছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং ধনকুবের ইলন মাস্কও ইউএসএআইডিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন।
প্রেসিডেন্টের প্রশাসন জানিয়েছে, ইউএসএআইডি অর্থ অপচয় করছে এবং তা প্রেসিডেন্টের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তবে ডেমোক্র্যাটিক আইনপ্রণেতাদের সমর্থন নিয়ে ইউএসএআইডির কর্মীরা এই বাজেট কাটছাঁটের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তাদের মতে, এর ফলে মানুষের জীবন বিপন্ন হতে পারে এবং জাতীয় নিরাপত্তায় হুমকি আসতে পারে।
ইউএসএআইডি ১০০টিরও বেশি দেশে মানবিক সহায়তা প্রদান করে এবং এতে প্রায় ১০ হাজার কর্মী বিশ্বব্যাপী কাজ করছে। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্যানুসারে, এর প্রায় দুই-তৃতীয়াংশ কর্মী বিদেশে কর্মরত। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার বার্ষিক বাজেট প্রায় ৪০ বিলিয়ন ডলার (৩২.২৫ বিলিয়ন পাউন্ড), যা যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যয়ের শূন্য দশমিক ৬ শতাংশের সমান।
মঙ্গলবার ইউএসএআইডি তাদের ওয়েবসাইটে এক বিবৃতি প্রকাশ করে জানায়, তারা মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে মিলিতভাবে যুক্তরাষ্ট্রের বাইরে কর্মরত কর্মীদের ৩০ দিনের মধ্যে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে এবং এই ব্যয় তারা বহন করবে।
এদিকে, মার্কিন প্রশাসনের মধ্যেই এই সিদ্ধান্তে অসন্তোষ দেখা দিয়েছে। কূটনীতিকদের মধ্যে অনেকে ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন, এবং এটিকে অহেতুক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন।
এছাড়া, কর্মীরা বড় অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। যুক্তরাষ্ট্রে কর্মরত প্রায় ১ হাজার ৪০০ কর্মীকে তাৎক্ষণিকভাবে ছুটিতে পাঠানো হয়েছে, তবে তারা জানেন না এই ছুটি কতদিন চলবে। ইউএসএআইডির শীর্ষ ১০০ কর্মকর্তাকেও ছুটিতে পাঠানো হয়েছে এবং ইতিমধ্যে অনেকের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?