বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়িকা নিপুণ আক্তারের সদস্যপদ স্থগিত করা হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি সমিতির প্যাড অনৈতিকভাবে ব্যবহার করে নিজের মতো করে বিবৃতি দিয়েছেন। রবিবার সমিতির সভাপতি মিশা সওদাগরের সভাপতিত্বে কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০২2 সালের ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলন নিয়ে সমিতির প্যাড ব্যবহার করে একটি বিবৃতি দেন নিপুণ, যেখানে নিজেকে সমিতির "সাবেক সাধারণ সম্পাদক" বলে উল্লেখ করেন। পরের দিন, ১৭ জুলাই, তিনি ওই বিবৃতি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন। এ ঘটনায় তাকে নিয়ে সমালোচনা শুরু হয়।
সমিতির প্যাডের অনৈতিক ব্যবহারের অভিযোগে মিশা-ডিপজল নেতৃত্বাধীন কমিটি ওই বছরের ৩০ জুলাই ষষ্ঠ সভায় নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তিনি এ নোটিশের কোনো জবাব দেননি।
এর আগে, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে বিতর্কিত মন্তব্য করায় নিপুণের বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগ ওঠে। এসব নিয়ে তাকে নোটিশ দেওয়া হলেও, আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে তিনি নোটিশগুলো উপেক্ষা করেন এবং বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যান।
রবিবার অনুষ্ঠিত সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় তার এসব কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। সর্বসম্মতিক্রমে তার সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
নিপুণের প্রতিক্রিয়া জানতে তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
নিপুণের সদস্যপদ স্থগিত হওয়ার দুদিন পরই সমিতির সভাপতি মিশা সওদাগর ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ের জন্য ভারতে রওনা দেন। আজ সকালে ঢাকা ত্যাগ করে তিনি সেখানে শাকিব খানের সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?