২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে ভারত-পাকিস্তান বিরোধ থামার কোনো লক্ষণই নেই। ভেন্যু নিয়ে দীর্ঘ বিতর্ক শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, টুর্নামেন্টটি হবে ‘হাইব্রিড মডেলে’। পাকিস্তানের তিনটি ভেন্যুতে এবং বাকি ম্যাচগুলো হবে দুবাইয়ে। তবে এবার নতুন এক বিতর্ক শুরু হয়েছে জার্সি নিয়ে।
আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতিটি দলের জার্সিতে আয়োজক দেশের নাম উল্লেখ থাকে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আয়োজক দেশ পাকিস্তানের নাম নিজেদের জার্সিতে রাখতে চায় না।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। ভারতের এমন সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
পিসিবির এক কর্মকর্তা বিসিসিআইয়ের বিরুদ্ধে ক্রিকেটে রাজনীতি আনার অভিযোগ তুলে বলেন, ‘ক্রিকেটে রাজনীতি আনছে বিসিসিআই। তারা পাকিস্তানে খেলতে আসতে চায়নি। উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ক পাঠাতেও রাজি নয়। এবার শুনছি, আয়োজক দেশের নাম জার্সিতে রাখতেও আপত্তি জানাচ্ছে। আমরা আশা করি, আইসিসি এই সিদ্ধান্ত অনুমোদন করবে না এবং পাকিস্তানের পক্ষে থাকবে।’
দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন প্রায়শই ক্রিকেটীয় ইভেন্টে প্রভাব ফেলে। চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে এই নতুন বিতর্ক ক্রিকেটপ্রেমীদের মাঝে উত্তেজনা সৃষ্টি করেছে।
এই পরিস্থিতিতে আইসিসি কী পদক্ষেপ নেয়, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। ক্রিকেটপ্রেমীদের চোখ এখন সংস্থাটির সিদ্ধান্তের দিকে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?