আওয়ামী লীগ সরকারের সময় সাইবার নিরাপত্তা আইনে দায়ের হওয়া সব মামলা আগামী দুই সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ড. আসিফ নজরুল বলেন, “সাইবার নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহারের পাশাপাশি আইনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় এ নিয়ে কাজ শুরু করেছে।”
তিনি আরও জানান, দেশের ২৫টি জেলায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি। আগামী সাত দিনের মধ্যে এ ধরনের প্রায় আড়াই হাজার মামলা প্রত্যাহারের কাজ শুরু হবে।
বিচারক নিয়োগ প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “পূর্বে উচ্চ আদালতে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। তবে এখন থেকে দক্ষতা ও নিরপেক্ষতার ভিত্তিতে বিচারক নিয়োগ দেওয়া হবে। এ জন্য একটি নতুন অধ্যাদেশ প্রণয়ন করা হচ্ছে, যার নাম হবে ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ’।”
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, আইন মন্ত্রণালয়ের সত্যায়ন প্রক্রিয়া, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ এবং শেখ হাসিনাকে ভারতে ফেরত দেওয়ার প্রসঙ্গসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে আলোচনা করা হয়েছে।
ড. আসিফ নজরুলের এই ঘোষণাগুলো বর্তমান সরকারের বিচার ও আইন প্রক্রিয়া সংস্কারে উদ্যোগী ভূমিকার প্রমাণ বলেই মনে করা হচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?