সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা টিকা না পেয়ে
রাজধানীর পান্থপথ এলাকায় সড়ক অবরোধ করে
বিক্ষোভ করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার
পর থেকে প্রায় ৩০০
প্রবাসী স্কয়ার হাসপাতালের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন।
এ কারণে পান্থপথ এলাকায় যানচলাচল ব্যাহত হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, আন্দোলনরতদের
মধ্যে বেশিরভাগ সৌদি প্রবাসী, পাশাপাশি
ওমরাহ হজযাত্রীরাও রয়েছেন। তাদের আজ রাজধানীর বিভিন্ন
হাসপাতালে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের
কয়েকটি দেশে যাওয়ার জন্য
টিকা নেওয়ার কথা ছিল। তবে
তারা হাসপাতালে গিয়ে টিকার সংকটের
মুখে পড়েন। এরপর তাদের পান্থপথের
স্কয়ার হাসপাতালে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। স্কয়ার হাসপাতালে গিয়ে তারা দেখতে
পান, সেখানেও টিকা নেই। এই
অবস্থায় টিকা না পেয়ে
ক্ষুব্ধ হয়ে প্রবাসীরা রাস্তায়
নেমে সড়ক অবরোধ শুরু
করেন।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুবায়ের বলেন, “টিকা না পাওয়ার কারণে প্রবাসীরা সড়ক অবরোধ করেছেন। বিভিন্ন হাসপাতাল থেকে তাদের বলা হয়েছিল স্কয়ার হাসপাতালে টিকা পাওয়া যাবে। তবে স্কয়ার হাসপাতাল প্রতিদিন মাত্র ১০ থেকে ১৫টি টিকা দিতে পারে। তাদের কাছে এত টিকার মজুত নেই।”
তিনি আরও জানান, প্রায়
৩০০ জন লোক টিকার
জন্য এসেছেন, যাদের মধ্যে অধিকাংশ সৌদি প্রবাসী।
এর আগে সোমবার হজ
ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা
বাধ্যতামূলক করার নতুন নির্দেশনা
দেয় হযরত শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দর কর্তৃপক্ষ। সৌদি আরব সরকারের
নতুন নিয়ম অনুযায়ী, এই
নির্দেশনা আগামী ১০ ফেব্রুয়ারি থেকে
কার্যকর হবে।
প্রবাসীরা টিকা না পাওয়ার
ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ চালিয়ে
যাচ্ছেন। এ ঘটনায় এলাকায়
যানজটের সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?