clock ,

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী দুই অস্ত্রধারী গ্রেপ্তার

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী দুই অস্ত্রধারী গ্রেপ্তার

চট্টগ্রামের বহদ্দারহাটে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় অভিযুক্ত দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন রিভু মজুমদার (২৭) এবং মো. জামাল (৪০) পুলিশের দাবি অনুযায়ী, রিভু মজুমদার ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডার এবং মো. জামাল যুবলীগের অস্ত্রধারী ক্যাডার। তারা উভয়েই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার দায়ে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি।

ওসি মো. আফতাব উদ্দিন জানান, "গ্রেপ্তার দুইজন প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি চালিয়েছিল। জুলাই-আগস্টে ঘটে যাওয়া ঘটনার পর তারা আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার-পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে।পুলিশ আরও জানায়, হামলার ঘটনায় ছাত্র-জনতার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। গ্রেপ্তারের মাধ্যমে বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য