clock ,

গায়িকা জিনাত রেহানা আর নেই

গায়িকা জিনাত রেহানা আর নেই

প্রখ্যাত সঙ্গীতশিল্পী জিনাত রেহানা আর নেই। বুধবার ( জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে বাংলা সংগীতজগতে শোকের ছায়া নেমে এসেছে।

জিনাত রেহানা ১৯৬৪ সালে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে সঙ্গীতজীবন শুরু করেন। পরের বছরই টেলিভিশনের শিল্পী হিসেবে যুক্ত হন। ১৯৬৮ সালে তাঁর গাওয়াসাগরের তীর থেকেগানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং তাঁকে এনে দেয় বিশাল পরিচিতি। এরপর একে একে তিনি উপহার দিয়েছেন অসংখ্য হৃদয়ছোঁয়া গান। উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে— ‘একটি ফুল আর একটি পাখি’, ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম’, ‘কপালে তো টিকলি পরবো না’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘কণ্ঠবীণা’, এবং শিশুতোষ আধ্যাত্মিক ধারার গান।

সঙ্গীত ছিল তাঁর পারিবারিক ঐতিহ্য। মা জেব-উন-ন্নেসা জামাল ছিলেন লেখক গীতিকার এবং খালা ছিলেন বিখ্যাত সংগীতশিল্পী আঞ্জুমান আরা বেগম। খালার উৎসাহেই সঙ্গীতজগতে তার পথচলা শুরু হয়। তাঁর স্বামী মোস্তফা কামাল সৈয়দ ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক।

বহুজাতিক প্রতিষ্ঠানে দীর্ঘ সময় কাজ করার কারণে সঙ্গীতে তার উপস্থিতি কিছুটা সীমিত ছিল। তবে জনপ্রিয়তার দিক থেকে তিনি ছিলেন ব্যতিক্রমধর্মী এক কণ্ঠশিল্পী।

আজ জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা এবং বিকেল ৩টায় চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বাংলা সঙ্গীতে অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন এমনটাই মনে করছেন সহকর্মী শ্রোতারা।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য