খুলনা
বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী অর্ণব কুমার সরকারকে (২৬) গুলি করে
হত্যার কারণ এখনো অজানা।
পুলিশ তিনটি সম্ভাব্য কারণ ঘিরে তদন্ত
চালালেও নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো
কারও বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত
সাড়ে ৯টার দিকে খুলনা
নগরের তেঁতুলতলা মোড়ে চা খাওয়ার সময়
অর্ণবকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি
করে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অর্ণবের
মাথায় গুলি লাগে। স্থানীয়রা
তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল
কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে
মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি
মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে পিস্তলের তিনটি
গুলি ও শটগানের গুলির
একটি খোসা উদ্ধার করা
হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ
করা হচ্ছে। তবে তদন্ত শেষ
না হওয়া পর্যন্ত তাদের নাম প্রকাশ করা
হয়নি। পুলিশ তিনটি সম্ভাব্য কারণ ঘিরে তদন্ত
চালাচ্ছে:অর্ণবের বাবার ঠিকাদারি ব্যবসার সঙ্গে কোনো বিরোধ ছিল
কি না, তা খতিয়ে
দেখা হচ্ছে; ব্যক্তিগত জীবনে কোনো শত্রুতার কারণে
এই ঘটনা ঘটেছে কি
না, সেটিও তদন্তের বিষয় ; কোনো সম্পর্কজনিত জটিলতা থেকে এই হত্যাকাণ্ড
সংঘটিত হয়েছে কি না, তা
নিয়েও কাজ করছে পুলিশ।
আজ দুপুরে ময়নাতদন্ত শেষে অর্ণবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. মনিরুজ্জামান জানান, ঘটনার পর থেকেই অভিযান চলছে। তবে এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পুলিশ এই হত্যাকাণ্ডের নেপথ্যে প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত জোরদার করেছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?