দেশের অন্যতম শিল্পাঞ্চল হিসেবে পরিচিত গাজীপুর এখন শিল্প সংকটের শহরে পরিণত হয়েছে। গত পাঁচ মাসে গাজীপুরে ৫১টি শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে ৪১টি স্থায়ীভাবে এবং ১০টি অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এছাড়া আগামী মে মাসে কেয়া গ্রুপের আরও সাতটি কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এসব কারখানা বন্ধ হওয়ার ফলে অর্ধ লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছেন। তাদের পরিবারের সদস্যরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।বন্ধ কারখানাগুলো পুনরায় চালু এবং বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। তারা প্রায়ই ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ এবং চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করছেন। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। শ্রমিক অসন্তোষের মধ্যে গ্রামীণ টেলিকম ট্রাস্টের অধীন গ্রামীণ ফেব্রিকস অ্যান্ড ফ্যাশন লিমিটেডে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, জেলার ৫১টি কারখানা বন্ধ হওয়ার মধ্যে ১০টি অস্থায়ীভাবে বন্ধ রয়েছে, যা মালিকপক্ষ চাইলে পুনরায় চালু করতে পারে।
গাজীপুরে মোট নিবন্ধিত কারখানার সংখ্যা ২ হাজার ১৭৬টি, যার মধ্যে ১ হাজার ১৫৪টি তৈরি পোশাক কারখানা। নভেম্বর থেকে ৩৫টি কারখানা শ্রমিকদের বেতন দিতে পারেনি। ডিসেম্বর থেকে ৪৫ শতাংশ কারখানার বেতন বকেয়া পড়েছে। বর্তমানে ৫ শতাংশ কারখানায় শ্রমিক অসন্তোষ এবং ৯ শতাংশ কারখানায় ইনক্রিমেন্ট নিয়ে জটিলতা চলছে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি ইউনিট, টঙ্গীর টিএমএস অ্যাপারেলস এবং কালিয়াকৈরের নায়াগ্রা টেক্সটাইলসহ একাধিক কারখানা আর্থিক জটিলতার কারণে বন্ধ হয়ে গেছে। কেয়া গ্রুপের কারখানাগুলো বন্ধের পেছনে বাজার অস্থিতিশীলতা, কাঁচামালের সংকট এবং আর্থিক সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ গার্মেন্টস শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি শফিউল আলম বলেন, "অর্থনৈতিক সংকট এবং মালিকদের রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। শ্রমিক অসন্তোষ দূর করতে সরকারের উচিত মালিকপক্ষ এবং শ্রমিকদের আলোচনার টেবিলে আনার ব্যবস্থা করা।"
সংশ্লিষ্টরা মনে করছেন, শ্রমিক অসন্তোষের সমাধানে মালিকপক্ষ, শ্রমিক এবং সরকারের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার প্রয়োজন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?