মালয়েশিয়ায় ব্রাহ্মণবাড়ীয়া জেলা এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ ও প্রবাসীরা।
ব্রাহ্মণবাড়ীয়া জেলা এসোসিয়েশনের সভাপতি নাজমুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটির নেতা দাতু সেরী আলহাজ্ব কামরুজ্জামান কামাল। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটির নেতা জসীম উদ্দিন, নোয়াখালী সমিতির দাতু আক্তার হোসেন, যশোর সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, এবং অন্যান্য কমিউনিটি নেতা কাইয়ুম সরকার, বিএম বাবুল, আবুল বাশার।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শওকত হোসেন তিনু, রাসেল শিকদার, এম এ কালাম, দৌলত আহমেদ, মো. আবদুল্লাহ, ফরহাদ আমির, এস কে কাজল, মাসুদুল আলম রনি, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, মো: মোর্শেদ, মো: দেলোয়ার, কবির হোসেনসহ শতাধিক প্রবাসী।
ইফতার পূর্ব আলোচনা শেষে মুসলিম উম্মাহ এবং প্রবাসীদের কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?