clock ,

আন্তর্জাতিক মেশিনারি মেলায় বাংলাদেশ, সম্মাননা পেল হাইকমিশন

আন্তর্জাতিক মেশিনারি মেলায় বাংলাদেশ, সম্মাননা পেল হাইকমিশন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৩৬তম আন্তর্জাতিক মেশিনারি মেলায় দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। ১০ থেকে ১২ জুলাই ২০২৫ পর্যন্ত মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে (MITEC) আয়োজিত মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের ৪৫০টির বেশি প্রতিষ্ঠান ৭৫৩টি স্টলে পণ্য প্রযুক্তি উপস্থাপন করে।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালয়েশিয়ার প্লান্টেশন কমোডিটিস মন্ত্রী দাতুক সেরি জোহারি বিন আবদুল গনি। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল চীন, কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, ইরান, ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং বাংলাদেশ।

মেলার শেষ দিন (১২ জুলাই) আয়োজিত বিজনেস ম্যাচমেকিং অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো. শামীম আহসান। সেখানে তিনি বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ রপ্তানির সম্ভাবনা তুলে ধরেন। বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ হাইকমিশনকে একটি বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশের দুটি স্টলে প্রাণ-আরএফএল গ্রুপ, দুরন্ত বাইসাইকেল, ট্রাভেলো লাগেজ, গুডলাক স্টেশনারি, উইনার ক্লোথিং ভিশন ইলেকট্রনিকসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য প্রদর্শিত হয়। স্টলে আরও ছিল চামড়াজাত পাটজাত পণ্য, হস্তশিল্প, প্যাকেজিং সামগ্রী এবং পর্যটন বিনিয়োগ বিষয়ক তথ্যচিত্র প্রকাশনা।

ঢাকাভিত্তিক এলিয়েন্ট লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশের বেশ কয়েকটি প্রযুক্তিনির্ভর ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠানও এতে অংশ নেয়। তাদের মধ্যে ছিল রাজু ইঞ্জিনিয়ারিং, নওগাঁ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, সুইস বায়োহাইজেনিক ইকুইপমেন্টস, সাত্তার মেটাল, আকিজ প্লাস্টিকস, জিহান প্লাস্টিক আমান টয় ইন্ডাস্ট্রিজ। অংশগ্রহণকারীরা তাঁদের উদ্ভাবনী পণ্য প্রযুক্তি তুলে ধরেন।

হাইকমিশনার শামীম আহসান বলেন, “রপ্তানির বহুমুখীকরণে আমাদের অংশগ্রহণ একটি কৌশলগত পদক্ষেপ। গার্মেন্টসের বাইরে অন্যান্য সম্ভাবনাময় পণ্য শিল্প খাতে আন্তর্জাতিক আগ্রহ তৈরি হচ্ছে।তিনি জানান, নোবেলজয়ী . মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নির্দেশনার আলোকে এই প্রচেষ্টা চালানো হচ্ছে।

বর্তমানে বাংলাদেশ মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। মালয়েশিয়া বাংলাদেশে নবম বৃহত্তম বৈদেশিক বিনিয়োগকারী। সংশ্লিষ্টরা আশা করছেন, ধরনের মেলায় অংশগ্রহণ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

 

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য