কাশ্মীরে সাম্প্রতিক বন্দুকধারীদের হামলার প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বাংলাদেশ সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আগামী ২৭-২৮ এপ্রিল তার ঢাকায় আসার কথা থাকলেও, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিকে কারণ দেখিয়ে সফরটি পিছিয়ে দিয়েছে ইসলামাবাদ।
বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বর্তমানে বিরাজমান পরিস্থিতিতে ইসহাক দার নির্ধারিত সফরটি সম্পন্ন করতে পারছেন না। পরবর্তী তারিখ দুই দেশের আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে বলে জানানো হয়।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র শাহ আরিফ রহমান বলেন, সফর সংক্রান্ত প্রস্তুতি চলমান ছিল এবং ভবিষ্যতে তা পুনরায় নির্ধারণের বিষয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, দীর্ঘ ১৩ বছর পর এই প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা ছিল। সর্বশেষ ২০১২ সালের নভেম্বরে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকা সফর করেছিলেন। ইসহাক দারের সফরে দ্বিপক্ষীয় বৈঠক ও একাধিক সমঝোতা স্মারক সইয়ের পরিকল্পনা ছিল।
এর আগে গত ১৭ এপ্রিল ঢাকা-ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকা সফর করেন। সেই সময়েই পররাষ্ট্রমন্ত্রী দারের সফর চূড়ান্ত করা হয়।
সফর স্থগিতের ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ গতি-প্রকৃতি এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?