clock ,

উপদেষ্টার এপিএস ও পিওর বিরুদ্ধে তদন্তে নামছে দুদক

উপদেষ্টার এপিএস ও পিওর বিরুদ্ধে তদন্তে নামছে দুদক

দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া দুই উপদেষ্টার ঘনিষ্ঠ সহকারীদের বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক) বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন সংস্থার মহাপরিচালক মুখপাত্র মো. আক্তার হোসেন।

তিনি বলেন, যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে গণমাধ্যমে যেসব দুর্নীতির খবর প্রকাশ পেয়েছে, সেগুলো কমিশনের যাচাই-বাছাই সেলে পাঠানো হয়েছে। যাচাই শেষে কমিশনের অনুমোদন নিয়ে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু হবে বলে জানান তিনি।

মো. আক্তার হোসেন বলেন, "আমলযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযোগ জমা পড়লে একই পদ্ধতিতে তা মূল্যায়ন করে ব্যবস্থা নেওয়া হবে।"

উল্লেখ্য, গত ২২ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে মোয়াজ্জেম হোসেনকে এপিএসের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। যদিও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাকে অব্যাহতির নির্দেশ দেন আরও আগে, এপ্রিল। মাত্র আট মাস আগেই, গত বছরের ১৪ আগস্ট তিনি এপিএস হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

এদিকে, তুহিন ফারাবিকেও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি ছাত্র প্রতিনিধি হিসেবে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঘনিষ্ঠ সহকারীদের বিরুদ্ধে এমন অভিযোগের মধ্যে দুদকের সক্রিয়তা সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের একটি ইঙ্গিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য