clock ,

এলডিসি থেকে উত্তরণে প্রস্তুতির ঘাটতি, লাভবান হবে ভারত: গোলটেবিল বৈঠকে বক্তারা

এলডিসি থেকে উত্তরণে প্রস্তুতির ঘাটতি, লাভবান হবে ভারত: গোলটেবিল বৈঠকে বক্তারা

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদ, রাজনীতিক ও গবেষকরা। তারা মনে করছেন, প্রস্তুতির ঘাটতির কারণে উত্তরণ ঘটলে দেশীয় শিল্প তীব্র প্রতিযোগিতায় পড়বে এবং ভারতসহ প্রতিযোগী দেশগুলো লাভবান হবে।

রাজধানীর বনানীর শেরাটন হোটেলে বুধবার ‘স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ: প্রস্তুতি ও বাস্তবতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব মতামত উঠে আসে। আয়োজক ছিল গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভ।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের দ্য স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অধ্যাপক মুশতাক খান বলেন, "বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে গেলে বাণিজ্য সুবিধা ও স্বল্প সুদে ঋণের সুযোগ কমে যাবে। এতে অনেক দেশি শিল্প প্রতিযোগিতায় টিকতে পারবে না। সবচেয়ে বেশি লাভবান হবে ভারত, কারণ বাংলাদেশকে বাণিজ্য সুবিধাবঞ্চিত করার মাধ্যমে তারা বাজারে অগ্রাধিকার পাবে।"

তিনি আরও বলেন, "যদি বাংলাদেশ উত্তরণ পিছিয়ে দিতে চায়, তবে জাতিসংঘে শক্ত যুক্তি নিয়ে আবেদন করতে হবে। কিন্তু প্রতিযোগী দেশগুলো—বিশেষ করে ভারত—তা আটকে দেওয়ার চেষ্টা করবে।"

চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণাপ্রধান ইশতিয়াক বারী জানান, "বাংলাদেশ উত্তরণের তিনটি শর্ত পূরণ করেছে এবং ২০২৬ সালের ২৪ নভেম্বর এলডিসি তালিকা থেকে বেরিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে কিছু সুবিধা ২০২৯ বা ২০৩৩ সাল পর্যন্ত বলবৎ থাকবে।"

অর্থনৈতিক পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "স্বাধীন নির্বাচন ও জনগণের ইচ্ছার প্রতিফলন ছাড়া এমন বড় সিদ্ধান্ত টেকসই নয়। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ নিয়ে জাতীয় সংসদে বিতর্ক হওয়া উচিত।"

তিনি আরও বলেন, "গণতন্ত্রহীন গত ১৫ বছরে সরকার জনগণের সঙ্গে আলোচনা না করেই এমন সিদ্ধান্ত নিচ্ছে। উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া উচিত এবং তা নির্বাচিত সরকারের অধীনেই চূড়ান্ত হওয়া উচিত।"

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, উত্তরণের সঙ্গে সঙ্গে বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক হতে হবে। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি প্রস্তুতি, নীতিগত স্থিতিশীলতা ও শিল্প খাতকে রক্ষার সুপরিকল্পিত উদ্যোগ।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য