বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। আসন্ন ৭৮তম কান উৎসব অনুষ্ঠিত হবে ১৩ থেকে ২৪ মে। বিগতবারের মতো এবারও উৎসবের সভাপতি থাকছেন ইরিস নোব্লখ।
এবারের আয়োজন নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে উৎসব কর্তৃপক্ষ। এক মেইলবার্তায় তারা জানিয়েছে, এবারের জুরি প্রধান নির্বাচিত হয়েছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ। গত বছর এই দায়িত্বে ছিলেন নির্মাতা গ্রেটা গারউইগ। ফলে পরপর দুই বছর নারী জুরি প্রধান নির্বাচিত হলো, যা কানের ইতিহাসে দ্বিতীয়বার ঘটল।
এর আগে বার্বি খ্যাত পরিচালক গ্রেটা গারউইগ প্রথম নারী হিসেবে কানের জুরি প্রধানের দায়িত্ব পালন করেন। এবার সেই সম্মান পেলেন বিনোশ।
৪০ বছর আগে কান উৎসবে প্রথমবার উপস্থিত হয়েছিলেন জুলিয়েট বিনোশ। ১৯৮৫ সালে আন্দ্রে টেকিনের ‘রেন্ডেজ-ভাউস’ সিনেমার প্রিমিয়ার হয় কানে, যা ছিল তাঁর ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র। সেই সময় থেকেই কান উৎসবের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে ওঠে তাঁর। বিনোশ প্রায়ই বলেন, "কান চলচ্চিত্র উৎসবেই আমার জন্ম।"
এরপর একাধিকবার কানের লাল গালিচায় পা রেখেছেন তিনি—
মাইকেল হ্যানেকে – কোড আননোন, ক্যাশে
ডেভিড ক্রোনেনবার্গ – কসমোপলি
ক্রিজিস্টফ কিসলোস্কি – থ্রি কালারস: রেড
অলিভিয়ার আসায়াস – ক্লাউডস অব সিলস মারিয়া
ক্লেয়ার ডেনিস – লেট দ্য সানশাইন ইন
ট্র্যান আন হাং – দ্য টেস্ট অব থিংস
২০১০ সালে আব্বাস কিয়োরাস্তোমির ‘সার্টিফায়েড কপি’ সিনেমায় অভিনয় করে তিনি কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেন। তিনিই একমাত্র অভিনেত্রী, যিনি ইউরোপের তিন প্রধান উৎসব—কান, ভেনিস ও বার্লিন—এই তিনটিতেই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।
কানের জুরি প্রধান হিসেবে মনোনীত হয়ে দারুণ উচ্ছ্বসিত জুলিয়েট বিনোশ।এক বিবৃতিতে তিনি বলেন—"১৯৮৫ সালে কানের মঞ্চে প্রথমবার আসার সময় যেমন উত্তেজনা ও অনিশ্চয়তা অনুভব করেছিলাম, ৪০ বছর পরও ঠিক তেমনই অনুভূতি কাজ করছে। এই সম্মান পেয়ে আমি আনন্দিত।"এই ঐতিহাসিক দায়িত্ব পালন করতে প্রস্তুত জুলিয়েট বিনোশ। এবার দেখার পালা, তাঁর নেতৃত্বে কানের বিচারক প্যানেল কাদের পুরস্কারে ভূষিত করে!
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?