কানাডার অন্টারিও প্রদেশের হ্যামিল্টনে বাসস্টপে দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ভারতীয় শিক্ষার্থী হরসিমরত রন্ধাওয়া (২১)। তিনি মোহক কলেজের শিক্ষার্থী ছিলেন এবং কর্মস্থলে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুটি গাড়ির মধ্যে গোলাগুলির সময় একটি গুলি এসে হরসিমরতের শরীরে লাগে। সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কানাডীয় পুলিশ বলছে, হরসিমরত ছিলেন পুরোপুরি নির্দোষ এবং ঘটনাটি একটি ‘স্ট্রে বুলেট’ অর্থাৎ উড়ে আসা গুলির কারণে ঘটেছে। তারা ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে এবং সম্ভাব্য ষড়যন্ত্র বা অপরাধচক্রের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর শোক প্রকাশ করেছে। টরন্টোয় ভারতীয় দূতাবাস এক টুইট বার্তায় নিহত শিক্ষার্থীর পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং জানায়, পরিবারটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
“We are deeply saddened by the tragic death of Indian student Harsimrat Randhawa in Hamilton, Ontario. As per local police, she was an innocent victim, fatally struck by a stray bullet during a shooting incident involving two vehicles. A homicide investigation is currently…” – @IndiainToronto
এই ঘটনায় ভারতীয় শিক্ষার্থী মহলে শোকের ছায়া নেমে এসেছে এবং অনেকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?