আগামী মে মাসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রতিটি ওয়ার্ডে আয়োজন করা হচ্ছে ফুটবল টুর্নামেন্ট। প্রতিটি ওয়ার্ডের বিজয়ীদের জন্য থাকবে এক লাখ টাকা করে পুরস্কার—মোট ৫৪টি ওয়ার্ডে ৫৪ লাখ টাকা প্রাইজমানি বরাদ্দ করা হয়েছে।
শনিবার বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে ‘ক্রিকেট কার্নিভাল-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি জানান, ভবিষ্যতে ওয়ার্ডভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টও আয়োজন করা হবে, যেখানে প্রতি বছর ৪টি ক্রিকেট টুর্নামেন্ট হবে। নারীদের জন্যও আলাদা ক্রীড়া আয়োজন থাকবে।
প্রশাসক বলেন, “খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে কালচারাল ফ্যাসিজম মোকাবিলা করা সম্ভব। পাবলিক স্পেসে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে।”
বক্তব্যে তিনি বনানী চেয়ারম্যান বাড়ি মাঠের প্রসঙ্গে বলেন, “এই মাঠ একসময় শেখ পরিবারের দখলে ছিল। আমরা তা জনসাধারণের জন্য উন্মুক্ত করেছি। ভবিষ্যতে ডিএনসিসির কোনো মাঠই আর কোনো ক্লাবের নিয়ন্ত্রণে থাকবে না। মাঠ হবে জনগণের—সবার প্রবেশাধিকার থাকবে।”
তিনি আরও জানান, ডিএনসিসির বিভিন্ন মাঠে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য কেয়ার কিভিং সার্ভিস চালু করা হয়েছে। এই মডেল অনুসরণ করে অন্যান্য মাঠেও ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি মাঠ পরিচালনার জন্য স্থানীয় অধিবাসীদের নিয়ে কমিটি গঠন করা হবে।
প্রশাসক বলেন, “গত দুই মাসে আমরা কয়েকটি দখল হওয়া মাঠ উদ্ধার করেছি। মিরপুরে একাধিক মাঠ পুনরুদ্ধার করা হয়েছে। বড় মাঠগুলোতে অলিম্পিক সাইজ ফুটবল মাঠ এবং শিশুদের খেলার জন্য আলাদা জোন তৈরি করা হবে। মায়েদের জন্য ক্লাব ও প্রবীণদের ব্যবস্থাপনায় যুক্ত করা হবে।”
তিনি জানান, ড্যাপ অনুযায়ী শুধু ডিএনসিসি এলাকায় মাঠ ও পার্কের জন্য সাড়ে ৫০০ একর জমি নির্ধারিত আছে, যার অনেকটাই দখলে চলে গেছে। রাজউকের সঙ্গে সমন্বয়ে এসব জমি উদ্ধারে অভিযান চলবে এবং সেগুলোর খাজনা-খারিজ বন্ধ করে সাইনবোর্ড বসানো হবে।
অনুষ্ঠানে প্রশাসক নিজে ব্যাট হাতে ক্রিকেট কার্নিভালের উদ্বোধন করেন। বোলিং করেন জাতীয় দলের সাবেক তারকা মোহাম্মদ রফিক। এরপর শিশুদের আঁকা ছবির প্রদর্শনী উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার, জাবেদ ওমর, শাহরিয়ার নাফীসসহ আরও অনেকে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?