clock ,

বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, ৩২৭ জনের ভিসা বাতিল

বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, ৩২৭ জনের ভিসা বাতিল

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের ঘটনা বাড়ছে। সম্প্রতি অন্তত ৩২৭ জন শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ, যাদের মধ্যে অর্ধেকের বেশি ভারতীয়। বিষয়টি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে দক্ষিণ এশিয়ার শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে। খবর এনডিটিভি।

আমেরিকান ইমিগ্রেশন লইয়ারর্স অ্যাসোসিয়েশনের (AILA) বরাতে জানা গেছে, ভিসা বাতিল হওয়া ৩২৭ জন শিক্ষার্থীর মধ্যে ৫০ শতাংশ ভারতীয়, ১৪ শতাংশ চীনা, এবং বাকিরা দক্ষিণ কোরিয়া, নেপাল বাংলাদেশের নাগরিক।

গত চার মাস ধরে ভিসা বাতিলের কাজ চালাচ্ছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) বিভাগ। অভিযোগ উঠেছে, ভিসা যাচাই-বাছাইয়ে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করছে। এতে কারও বিরুদ্ধে কোনো অপরাধমূলক প্রমাণ না থাকলেও ভিসা বাতিল হচ্ছে শুধুমাত্র অনলাইন কার্যক্রমের ভিত্তিতে।

বিশেষভাবে আলোচিতক্যাচ অ্যান্ড রিভোকপ্রোগ্রাম, যেটি গত মাসে চালু করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাকরো রুবিও। প্রোগ্রামের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি কারও পোস্টে ইহুদি বিদ্বেষ বা হামাসপন্থী বক্তব্য পাওয়া যায়, তাহলে সেই শিক্ষার্থীর ভিসা বাতিল করা হচ্ছে বলে জানা গেছে।

এই অবস্থায় মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতেও শিক্ষার্থী ভিসা বাতিল নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেক শিক্ষার্থী মনে করছেন, কার্যত কোনো পূর্ব সতর্কতা বা শুনানি ছাড়াই তাদের শিক্ষা ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য