চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হলো বিশ্বের প্রথম হিউম্যানয়েড হাফ-ম্যারাথন প্রতিযোগিতা। এতে অংশ নিয়েছিল দুই পা-ওয়ালা ২০টিরও বেশি রোবট এবং প্রায় ১২ হাজার মানুষ। প্রযুক্তির এই ব্যতিক্রমী ক্রীড়া-আয়োজনে মানুষের বিপরীতে দৌড়াল রোবট, তবে জয়ী হলো মানবশরীরই।
বেইজিংয়ের ইজুয়াং জেলায় অনুষ্ঠিত এই হাফ-ম্যারাথনে (২১ কিমি) মানুষ ও রোবটদের জন্য ছিল আলাদা লেন। রোবটদের মধ্যে দৌড়ে সবার আগে ফিনিশ লাইনে পৌঁছায় ‘তিয়াঙ্গং আলট্রা’ নামের একটি রোবট, যেটি নির্মাণ করেছে বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টার।
তিয়াঙ্গং আলট্রা দৌড় শেষ করে ২ ঘণ্টা ৪০ মিনিটে। অথচ হাফ-ম্যারাথনের মানব বিভাগে বিজয়ী উগান্ডার তারকা দৌড়বিদ জ্যাকব কিপলিমো দৌড় শেষ করেন মাত্র ১ ঘণ্টা ২ মিনিটে। উল্লেখ্য, হাফ-ম্যারাথনের বিশ্বরেকর্ড ৫৬ মিনিট ৪২ সেকেন্ড।
রোবটটির দীর্ঘ পা ও উন্নত অ্যালগরিদম তাকে মানুষের দৌড় নকল করতে সহায়তা করলেও তাকে তিনবার ব্যাটারি পরিবর্তন করতে হয়েছে। এ ছাড়া নিরাপত্তার জন্য একজন সহকারী পুরো সময় তার পেছনে ছিলেন, যাতে পড়ে গেলে সহায়তা করা যায়। অনেক রোবটই বাঁধা অবস্থায় দৌড়ায়, আর কিছু ছিল রিমোট কন্ট্রোলের আওতায় পরিচালিত।
এই আয়োজনকে চীন তাদের রোবোটিক্স সক্ষমতা প্রদর্শনের একটি বড় মঞ্চ হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি প্রতিযোগিতায় নিজেদের শক্ত অবস্থান তুলে ধরার কৌশলেরই অংশ এই হিউম্যানয়েড দৌড় প্রতিযোগিতা।
তবে এই আয়োজনের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে—মানবজাতির গতি ও সহনশীলতার সঙ্গে প্রতিযোগিতা করার জন্য রোবটকে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?