clock ,

এআর রহমানের গিটারিস্ট হিসেবে অভিষেক বরিশালের মেয়ে নীলাঞ্জনার!

এআর রহমানের গিটারিস্ট হিসেবে অভিষেক বরিশালের মেয়ে নীলাঞ্জনার!

কলকাতার জনপ্রিয় বেজ গিটারিস্ট নীলাঞ্জনা ঘোষ দস্তিদার, যিনি কলকাতায় জন্মগ্রহণ করলেও তার পরিবারের শিকড় বাংলাদেশে। বর্তমানে তিনি অস্কারজয়ী সুরকার এআর রহমানের সঙ্গে বেজ গিটার বাজাচ্ছেন।

নিজের জীবনের গল্প নিয়ে একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন এই গিটারিস্ট। তিনি জানান, বিভিন্ন গান কভার করে ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার পর ব্যাপক সাড়া পান। এরপর এআর রহমানের ড্রামার রঞ্জিতের ছাত্রের মাধ্যমে তার সঙ্গে পরিচয় হয়। ২০২১ সালের ডিসেম্বরে রঞ্জিত তাকে তাদের ব্যান্ডে কাজ করার প্রস্তাব দেন। প্রথমে প্রস্তাব শুনে অবাক হলেও, ধীরে ধীরে কাজ শুরু হয় এবং একদিন প্র্যাকটিসের সময় প্রায় ৪০টি গানে গিটার বাজানোর পর এআর রহমান হাসিমুখে বলেন, “ওয়েলকাম টু দ্যা টিম।এভাবেই শুরু হয় নীলাঞ্জনার পথচলা।

এআর রহমানের প্রশংসায় নীলাঞ্জনা বলেন, তিনি বর্তমান প্রজন্মের কাজগুলো পর্যবেক্ষণ করেন এবং বিশ্লেষণ করেন। বর্তমান প্রজন্ম কী চায়, তা বোঝার চেষ্টা করেন, আর দিনশেষে তিনি নিজেই একটি প্রতিষ্ঠান।

নিজের পারিবারিক পরিচয় নিয়ে নীলাঞ্জনা জানান, "আসলে আমি বাংলাদেশের মেয়ে। আমার বাবা-মায়ের শেকড় ঢাকা বরিশালে। আমার শাশুড়ি মায়ের বাড়ি কুমিল্লা। তাই বাংলাদেশ আমার কাছে বিশেষ জায়গা।"

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য