সিন্ডিকেটের সিদ্ধান্ত
· ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৭তম (সাধারণ) সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
· মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো নির্দেশনার ভিত্তিতে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
· বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক ড. আমানুর আমান এ তথ্য নিশ্চিত করেছেন।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ পরিবারের নামে প্রতিষ্ঠিত বিভিন্ন আবাসিক হল ও স্থাপনার নাম পরিবর্তন করেছে কর্তৃপক্ষ।
নাম পরিবর্তনের তালিকা
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিম্নলিখিত হল ও ভবনগুলোর নাম পরিবর্তন করা হয়েছে:
পূর্বের নাম |
নতুন নাম |
শেখ হাসিনা হল |
জুলাই, ৩৬ হল |
শেখ রাসেল হল |
শহীদ আনাছ হল |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল |
শাহ আজিজুর রহমান হল |
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল |
উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল |
ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন |
ইবনে সিনা বিজ্ঞান ভবন |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল দীর্ঘদিন ধরে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল। ৫ ও ২০ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্ররা বিক্ষোভ মিছিল করে। গত বুধবার তারা ২৩টি নাম পরিবর্তনের প্রস্তাবনা দেয়।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?