জহির রায়হানের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় আনিস ফিল্মস করপোরেশনের পরিবেশনায় ১৯৭০ সালে মুক্তি পেয়েছিল ‘জীবন থেকে নেয়া’। এবার অস্ট্রেলিয়ার দর্শকরা দেখতে পাবেন কালজয়ী এ সিনেমাটি। তরুণ প্রজন্মের কথা ভেবে এ উদ্যোগ নিয়েছেন বঙ্গজ ফিল্মের প্রতিষ্ঠাতা তানিম মান্নান। তিনি জানান, জহির রায়হানের পরিবারের অনুমতি নিয়ে সিনেমাটি টুডি সংস্করণে রূপান্তর করেছেন। অডিও পুনরুদ্ধার করে সাবটাইটেল যুক্ত করেছেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?