clock ,

আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে এবং থাকবে’‌, বাংলাদেশের প্রসঙ্গ তুলে সরব মমতা

আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে এবং থাকবে’‌, বাংলাদেশের প্রসঙ্গ তুলে সরব মমতা

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। তার পর থেকে সেখানেজয় বাংলাস্লোগান নিষিদ্ধ হয়ে পড়েছে। এবার সেটা শুধু বাংলাদেশে থেমে থাকল না। তা ছড়িয়ে পড়ল বিদেশের মাটিতেও। ইউনুস সরকারেরশাগরেদদের ভয়ে এখন লন্ডনের বাঙালি ঠিকানা থেকে মুছে ফেলা হচ্ছে এই ‘‌জয় বাংলা’‌ স্লোগান বলে সূত্রের খবর। ওখানে থাকা বাঙালিদের বাড়ি, দোকান এবং রেস্তোরাঁ থেকেও মুছে ফেলা হচ্ছেজয় বাংলাস্লোগান। এবার এই কথা জানতে পেরে বিধানসভার মধ্যেই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি ) মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, কাজি নজরুল ইসলামের কবিতা থেকে নেওয়া হয়েছেজয় বাংলাস্লোগান।

বাংলাদেশে এখন অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। সেখানে হিন্দুদের উপর অত্যাচার বেড়েছে বলে অভিযোগ। ওপার বাংলার অশান্তির জেরে কাঁটাতারের বেড়া টপকে এপার বাংলায় চলে আসছে নাগরিকরা। এই আবহে আজ বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া আলোচনায় লন্ডনে বাঙালিদের ঠিকানা থেকেজয় বাংলাস্লোগান মুছে ফেলা হচ্ছে বলে জানতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।জয় বাংলালেখা থাকলেই ধরে নেওয়া হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি আওয়ামি লিগের সমর্থক। আর তাই মুখ্যমন্ত্রী বলেন, ‘‌আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে এবং থাকবে। কারণ এই স্লোগান কাজি নজরুল ইসলামের একটি কবিতা থেকে নেওয়া হয়েছে। বাংলা বাঙালির গর্ব প্রকাশ করার জন্যজয় বাংলাস্লোগান দেওয়া হয়। বাংলাদেশে যাই হোক, আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে এবং থাকবে।’‌

এখন বাংলাদেশে উঠে পড়ে লাগা হয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্মৃতি মুছে ফেলার ঘটনা। বাঙালির জাতিসত্ত্বায় আঘাত হানার কৌশল নিয়েছে মহম্মদ ইউনুস সরকার বলে অভিযোগ। ২০২০ সালের ১০ মার্চ বাংলাদেশ হাইকোর্টের দুই বিচারপতিজয় বাংলাস্লোগানকে জাতীয় স্লোগান ঘোষণা করেছিলেন। এরপর মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের আবেদনে সাড়া দিয়ে বাংলাদেশ হাইকোর্টের ২০২০ সালের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে দেয় বাংলাদেশের সুপ্রিম কোর্ট। বিচারপতি এফআরএম নাজমুল আহাসান এবং বিচারপতি কেএম কামরুল কাদেরের গঠিত বেঞ্চের রায়ে বলা হয়েছিল, ‘‌আমরা ঘোষণা করছি জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।’‌

২০২২ সালের ২০ ফেব্রুয়ারিজয় বাংলাস্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা। এটার বিরুদ্ধে বাংলাদেশের সুপ্রিম কোর্টে আবেদন করে মহম্মদ ইউনুস সরকার। এবার আগের রায়ে স্থগিতাদেশ চান সরকারি কৌশলী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনেকের বক্তব্য, ‘জয় বাংলাস্লোগানকে জাতীয় স্লোগান না রাখার অর্থপাকিস্তানপন্থী নয়া বাংলাদেশের পথ প্রশস্ত করা। যেখানে মুক্তিযুদ্ধ থেকে ভাষা আন্দোলনের কোনও দাম থাকবে না। তাই তো গত বুধবার মুজিবের ৩২ ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। কিন্তু ‘‌জয় বাংলা’‌ স্লোগান বাংলা থেকে মোছা যাবে না বলে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য