মালয়ালম চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী মিনু মুনির (৪৫) অশ্লীল ও মানহানিকর মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। সোমবার (৩০ জুন) ভারতের কোচির সাইবার ক্রাইম পুলিশ তাকে গ্রেপ্তার করে।
দ্য হিন্দুর বরাতে জানা গেছে, জনপ্রিয় অভিনেতা ও পরিচালক বালাচন্দ্র মেননের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তার হয়। মিনুর বিরুদ্ধে অভিযোগ, তিনি পরিচালক মেননের ছবি ব্যবহার করে সামাজিক মাধ্যমে লাগাতার অশ্লীল ও মানহানিকর মন্তব্য করে আসছিলেন।
এই মামলায় মিনুর পাশাপাশি আরও একজন অভিযুক্ত
রয়েছেন—সঙ্গীত লুইস (৪৫)।
২০২৩ সালের ২ অক্টোবর দায়ের
হওয়া মামলায় ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ধারা ৩৫১(২)
অনুযায়ী অপরাধমূলক ভয় দেখানো, তথ্য
প্রযুক্তি আইনের ধারা ৬৭ অনুযায়ী
ইলেকট্রনিক মাধ্যমে অশ্লীল উপাদান প্রচার এবং কেরালা পুলিশ
আইন ১২০(ও)-এর
আওতায় মামলা হয়।
এফআইআরে
উল্লেখ করা হয়, মিনু
নিয়মিত পরিচালক মেননকে নিয়ে অবমাননাকর পোস্ট
দিতেন। অপর অভিযুক্ত সঙ্গীত
লুইস গত বছরের ১৩
ও ১৪ সেপ্টেম্বর পরিচালককে
ফোনে হুমকি দিয়েছিলেন।
এর আগে কেরালা হাইকোর্টে
মিনুর আগাম জামিন আবেদন
খারিজ হয়ে যায়। আদালতের
নির্দেশে তিনি সাইবার ক্রাইম
দফতরে আত্মসমর্পণ করলে পরে তাকে
জামিনে মুক্তি দেওয়া হয়।
এই ঘটনায় মালয়ালম বিনোদন জগতে সমালোচনার ঝড় উঠেছে। সামাজিক মাধ্যমে কটূ মন্তব্যের জেরে আইনি ব্যবস্থার বিষয়টিকে অনেকে সতর্ক সংকেত হিসেবেও দেখছেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?