clock ,

"১৭ বছরের জঞ্জাল ১৫ মাসে দূর করা সম্ভব নয়" – উপদেষ্টা সাখাওয়াত

"১৭ বছরের জঞ্জাল ১৫ মাসে দূর করা সম্ভব নয়" – উপদেষ্টা সাখাওয়াত

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) . এম সাখাওয়াত হোসেন বলেছেন, ১৭ বছরের অব্যবস্থাপনা অরাজকতা মাত্র ১৫ মাসে দূর করা সম্ভব নয়। তিনি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, "আমরা ইতোমধ্যে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে যেভাবে সবকিছু ফেলে পালিয়ে যাওয়া হয়েছে, সেটি পুনর্গঠনে সময় লাগবে। আমরা চেষ্টা করছি যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।" শনিবার (২২ ফেব্রুয়ারি) নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার নিঝুমদ্বীপে ইজিআইএমএনএস প্রকল্পের লাইট হাউজ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে দিতে, সাধারণ মানুষকে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাট পর্যন্ত ফেরি চলাচলের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেন উপদেষ্টা। তিনি বলেন, "জুন-জুলাইয়ে রুটে ফেরি চলাচল নিরাপদ নয়, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা নতুন ফেরি নির্মাণ করছি।" পরে নিঝুমদ্বীপের স্থানীয়দের সঙ্গে কথা বলেন উপদেষ্টা সাখাওয়াত। তারা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি আশ্বস্ত করেন যে, "নিঝুমদ্বীপ দেশের পর্যটনে ব্যাপক ভূমিকা রাখতে পারে। বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

এই সফরে তার সঙ্গে ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি স্থানীয় বিএনপি নেতারা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য