নাটোর সদর থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কাগজপত্র জমা দিতে আসা এক ব্যক্তির কাছ থেকে উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘুষ নিচ্ছেন।
শনিবার সন্ধ্যায় ভিডিওটি প্রকাশ্যে এলে রাতেই তাকে সদর থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইন্সে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, অভিযুক্ত এসআই আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভিডিওটি এক মিনিট ২০ সেকেন্ড দীর্ঘ, যেখানে দেখা যায়, এক সেবাপ্রার্থী এসআই আমিনুল ইসলামের সঙ্গে ‘হ্যান্ডশেকের’ মাধ্যমে ঘুষ দেন, যা পরে তিনি ড্রয়ারে রেখে দেন।
এই ভিডিও ধারণকারী মামুন হোসেন জানান, গত ১৬ জানুয়ারি তিনি তার পরিচিত মোবারক হোসেনের হয়ে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে থানায় যান। সেখানে এসআই আমিনুল ইসলাম তার কাছে ঘুষ দাবি করেন।মামুন জানান, একই সময় অন্য এক আবেদনকারীর কাছ থেকে ঘুষ গ্রহণের দৃশ্য তিনি ভিডিও করেন। পরে যখন মামুনের কাছেও ঘুষ দাবি করা হয়, তিনি প্রতিবাদ করে থানার বাইরে চলে আসেন। এদিকে, আবেদনকারী মোবারককে বারবার ফোন করে ঘুষ দাবি করছিলেন অভিযুক্ত এসআই। মামুন বলেন, যারা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেন, তাদের অনেকেই পুলিশ কর্মকর্তাদের দ্বারা এমন ঘুষের শিকার হন। এটি খুবই দুঃখজনক এবং এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের জন্য পুলিশি সেবা পাওয়া আরও কঠিন হয়ে পড়বে।
অভিযুক্ত এসআই আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ওসি মাহাবুর রহমান বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। এটি পর্যালোচনা করা হচ্ছে এবং ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?