clock ,

লাইফ সাপোর্টে কাজী নজরুল ইসলামের নাতি বাবুল

লাইফ সাপোর্টে কাজী নজরুল ইসলামের নাতি বাবুল

রাজধানীর বনানীতে গ্যাস লাইটারের বিস্ফোরণে দগ্ধ বাবুল কাজী বর্তমানে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য ১৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

শাওন বিন রহমান জানান, শনিবার ভোর ৫টার দিকে বনানীর বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণের ঘটনায় বাবুল কাজী দগ্ধ হন। তার শরীরের ৭৪ শতাংশ পুড়ে গেছে। গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

কাজী নজরুল ইসলামের পরিবার থেকে আসা বাবুল কাজী পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণকারী কবি নজরুলের বংশধর। নজরুল ২৫ বছর বয়সে কলকাতায় প্রমীলা দেবীকে বিয়ে করেন এবং তাদের ঘরে চার পুত্রসন্তানের জন্ম হয়। প্রথম সন্তান কৃষ্ণ মোহাম্মদ অল্প বয়সেই মারা যান, দ্বিতীয় সন্তান অরিন্দম খালেদ বুলবুলের মৃত্যু হয় মাত্র চার বছর বয়সে। অন্য দুই সন্তান কাজী সব্যসাচী কাজী অনিরুদ্ধও দীর্ঘ জীবন পাননি।

বাবুল কাজী আবৃত্তিকার কাজী সব্যসাচী উমা কাজীর তিন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। তার বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য