৪০ লাখ টাকার শিক্ষাঋণ নিয়ে আমেরিকায় উচ্চশিক্ষা অর্জন করেছিলেন এক তরুণ। স্নাতকোত্তর ডিগ্রি শেষ করেও এক বছর চাকরি খুঁজে ব্যর্থ হন তিনি। শেষ পর্যন্ত আর্থিক চাপ ও পারিবারিক পরিস্থিতির কারণে দেশে ফিরে আসতে বাধ্য হন।
রেডিটের 'আর/ইন্ডিয়া' ফোরামে তরুণটি তার অভিজ্ঞতা শেয়ার করেন নাম গোপন রেখে। লেখেন, তাঁর বাবা ছোট ব্যবসা করতেন, যা বেশ কিছুদিন লোকসানে চলছিল। এর মধ্যেই তিনি শিক্ষাঋণ নিয়ে বিদেশে পড়তে যান। আমেরিকার একটি কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জনের পর টানা এক বছর চাকরি খুঁজেছেন, কিন্তু সফল হননি।
তরুণের আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে, মাসিক খরচ চালানোর জন্য তাঁকে বাবার ওপর নির্ভর করতে হতো। একপর্যায়ে বাবার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তরুণকে দেশে ফিরতে হয়। তিনি লিখেছেন, “ভারতীয়দের জন্য আমেরিকায় চাকরির সুযোগ সীমিত, তার ওপর আর্থিক মন্দার সময় সেখানে চাকরি পাওয়া আরও কঠিন হয়ে পড়ে।”
দেশে ফিরে তরুণ একটি চাকরি পেলেও তার মাসিক বেতন ৭৫ হাজার টাকা, যার মধ্যে ৬৬ হাজার টাকা চলে যায় ঋণ শোধে। হাতে থাকে মাত্র ৯ হাজার টাকা, যা দিয়ে সংসার চালাতে হয় তাকে।
তরুণ জানিয়েছেন, বর্তমানে তিনি অন্য চাকরির খোঁজ করছেন এবং কী কী বিষয়ে দক্ষ, তা উল্লেখ করে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে পরামর্শ ও সাহায্যও চেয়েছেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?