২০২৫ সালের নোমাড পাসপোর্ট সূচকে এক ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৮১তম, যেখানে ২০২৪ সালে ছিল ১৮২তম। এ বছর সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে আয়ারল্যান্ডের নাম উঠে এসেছে। আন্তর্জাতিক ট্যাক্স ও অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান নোমাড ক্যাপিটালিস্টের প্রকাশিত এই সূচকে আয়ারল্যান্ড শীর্ষে স্থান পেয়েছে, যার স্কোর ১০৯। আয়ারল্যান্ডের পাসপোর্টধারীরা ১৭৬টি দেশে ভিসা ছাড়াই বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। বাংলাদেশের পাসপোর্টের স্কোর ৩৮, যার মাধ্যমে বাংলাদেশী পাসপোর্টধারীরা ৫০টি দেশে ভিসা ছাড়াই বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।
নোমাড পাসপোর্ট সূচক পাঁচটি মানদণ্ডের ওপর ভিত্তি করে তৈরি করা হয়: ভিসামুক্ত ভ্রমণ (৫০%), করব্যবস্থা (২০%), বৈশ্বিক ধারণা (১০%), দ্বৈত নাগরিকত্ব ধারণের সক্ষমতা (১০%), এবং ব্যক্তিগত স্বাধীনতা (১০%)। এই সূচকটি বিভিন্ন দেশের নাগরিকত্বের 'প্রকৃত মূল্য' বিশ্লেষণ করে, যা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহায়ক।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?