clock ,

১৫ দিনে রেমিট্যান্স এল ১৬৬ কোটি ডলার

১৫ দিনে রেমিট্যান্স এল ১৬৬ কোটি ডলার

চলতি মার্চের প্রথম ১৫ দিনে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময় প্রবাসীরা পাঠিয়েছেন ১৬৫ কোটি ৬১ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২০ হাজার ৩৭০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)।

প্রতিদিন গড়ে এসেছে ১১ কোটি ৪ লাখ ৬ হাজার ৬৬৬ ডলার। গত বছরের একই সময়ে গড়ে প্রতিদিন এসেছিল ৬ কোটি ৬৫ লাখ ৬৯ হাজার ডলার। চলতি বছরের ফেব্রুয়ারিতে দৈনিক গড় ছিল ৯ কোটি ২ লাখ ৭২ হাজার ৮৫৭ ডলার।

ব্যাংকভিত্তিক বিশ্লেষণে দেখা যায় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ১৩ লাখ ৪০ হাজার ডলার।রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ কোটি ২ লাখ ৪০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১৫ কোটি ১৬ লাখ ২০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ লাখ ডলার। বিশ্লেষকরা বলছেন, প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য