clock Friday, 18 April 2025, ৬ বৈশাখ ১৪৩২

প্রধান উপদেষ্টার চীন সফরে গুরুত্ব পাবে কারখানা স্থানান্তর

প্রধান উপদেষ্টার চীন সফরে গুরুত্ব পাবে কারখানা স্থানান্তর

বাংলাদেশকে বৈশ্বিক ম্যানুফেকচারিং হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আগামী ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস। চার দিনের এই সফরে চীনের কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তরের বিষয়ে আলোচনা সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান তিনি।

প্রধান উপদেষ্টার সফরের সূচি অনুযায়ী, ২৭ মার্চ হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া (BFA) সম্মেলনে তিনি বক্তব্য দেবেন। ফোরামকে বলা হয়প্রাচ্যের দাভোস এছাড়া, ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সফরের অংশ হিসেবে তিনি পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন এবং সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। পাশাপাশি, চীনের হাইটেক পার্ক পরিদর্শনও করবেন তিনি।

আলোচনার বিষয়বস্তু হলো চীনা কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তর,  নবায়নযোগ্য জ্বালানিতে চীনা বিনিয়োগ , চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি  চীনা হাসপাতাল চেইনের সঙ্গে যৌথ বিনিয়োগ। প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে ইতোমধ্যে দুটি চীনা কোম্পানি বাংলাদেশে অফিস স্থাপন সোলার এনার্জিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির প্রেক্ষাপটে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, সফরের পর আরও চীনা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে। প্রেস সচিব জানান, চীনের ট্রেড প্রোটেকশনের কারণে অনেক ক্ষেত্রে বিনিয়োগ বাধাগ্রস্ত হলেও বাংলাদেশে তারা কোনো বাধার সম্মুখীন হবে না।

প্রধান উপদেষ্টার এই সফর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য