ইসরায়েলবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারতীয় শিক্ষার্থী রঞ্জনী শ্রীনিবাসনের শিক্ষার্থী ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (DHS) বরাতে জানা গেছে, শ্রীনিবাসন পিএইচডি করার সময় ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ নেন। হামাসকে সমর্থন করার অভিযোগে তার ভিসা বাতিল করা হয়।শ্রীনিবাসন নতুন চালু হওয়া CBP One অ্যাপ ব্যবহার করে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করে ভারতে ফিরে গেছেন। এই অ্যাপটি মূলত অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশত্যাগের সুযোগ করে দেয়। হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোম বলেন, "যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ পাওয়া একটি বিশেষ অধিকার। যদি কেউ সহিংসতা ও সন্ত্রাসবাদকে সমর্থন করে, তবে তার ভিসা বাতিল হওয়া উচিত।"
শ্রীনিবাসনের পাশাপাশি সিরিয়ায় জন্মগ্রহণ করা আরেক শিক্ষার্থী মাহমুদ খলিলকেও অভিবাসন বিভাগ গ্রেপ্তার করেছে। তিনি বর্তমানে লুইজিয়ানার একটি আটক কেন্দ্রে রয়েছেন। ট্রাম্প প্রশাসন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত ৪০০ মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে সহিংস বিক্ষোভে জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার, ডিগ্রি বাতিল এবং সাময়িক সাসপেনশনের মতো কঠোর পদক্ষেপ নিচ্ছে।
এই ঘটনাটি যুক্তরাষ্ট্রজুড়ে চলমান ইসরায়েলবিরোধী আন্দোলনের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের অংশ।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?