চলতি বছরের জানুয়ারির প্রথম ২০ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। এ সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ১১ লাখ ডলার। বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, জানুয়ারির প্রথম ২০ দিনে দেশে এসেছে ২২২ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের ১৪৩ কোটি ৬০ লাখ ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এতে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বগতি স্পষ্ট হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ২০ জানুয়ারি একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯ কোটি ৮০ লাখ ডলার। এছাড়া চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ১ হাজার ৮৪৮ কোটি ৭০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৫০ শতাংশ বেশি।
এর আগে গত ডিসেম্বর
মাসে দেশে এসেছে ৩২২
কোটি ৬৬ লাখ ৯০
হাজার ডলার রেমিট্যান্স, যা
চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে
একক কোনো মাসে দ্বিতীয়
সর্বোচ্চ প্রবাসী আয়।
নভেম্বরে রেমিট্যান্স ছিল ২৮৮ কোটি
৯৫ লাখ ২০ হাজার
ডলার। এছাড়া অক্টোবর ও সেপ্টেম্বরে এসেছে
যথাক্রমে ২৫৬ কোটি ৩৪
লাখ ৮০ হাজার এবং
২৬৮ কোটি ৫৮ লাখ
৮০ হাজার ডলার।
গত আগস্ট ও জুলাই মাসে দেশে এসেছে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
এদিকে, ২০২৪–২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?