clock ,

১৪০ ভিডিও, ১৭৭০ শিশু পর্ণোগ্রাফিসহ সিঙ্গাপুরিয় আটক

১৪০ ভিডিও, ১৭৭০ শিশু পর্ণোগ্রাফিসহ সিঙ্গাপুরিয় আটক

মোবাইল ফোনের মাধ্যমে গোপনে মেয়েদের আপস্কার্ট ভিডিও করার অপরাধে ২০২১ সালের জুলাইয়ে এক সিঙ্গাপুরিয়কে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তার ফোনে শিশু পর্ণগ্রাফিরও সন্ধান মেলে। আলফ্রেড ই সুঙ চোঙ এর কম্পিউটার থেকে ১৪০টি ভিডিও এবং শিশু পর্ণগ্রাফির ১৭৭০টি ছবি পায়, যেখানে শিশুরা যৌন উদ্দেপক ভঙ্গিতে পোজ দিয়েছে, কোথাও আবার যৌনকর্মে লিপ্ত রয়েছে। গত ২৫ মার্চ ৩২ বছর বয়সী সিঙ্গাপুরিয়কে দুই বছরের কারাদন্ড এবং তিনটি বেত্রাঘাতের নির্দেশ দেয়া হয়েছে। তিনি ভয়্যুরিজম (গোপনে অন্যের ব্যক্তিগত বা অন্তরঙ্গ মুহূর্ত দেখার অপরাধ), নারীর শালীনতা ভঙ্গ এবং শিশু নির্যাতনমূলক উপকরণ রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। আলফ্রেড ২০১৯ সালের জুন মাস থেকে এই অপকর্মগুলো করতে শুরু করে। প্রথমে সে মোবাইল ফোনের মাধ্যমে অজ্ঞাতনামা ভুক্তভোগীর অন্তর্বাস পরা ভিডিও ধারণ করে।  ডেপুটি পাবলিক প্রসিকিউটর ম্যাগডেলেন হুয়াঙ বলেন, সে এটি অজ্ঞাতনামা এমআরটি স্টেশনের এস্কেলেটর থেকে ভিডিওটি করেছিল। ঐ বছরই অক্টোবর মাসে শর্টস পরিহিত নারীর পশ্চাতদেশের ভিডিও ধারণ করে। ২০২০ সালের আগস্ট থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত এস্কেলেটর থেকে ছয়জন অজ্ঞাতনামার পশ্চাতদেশ অথবা গোপনাঙ্গের ভিডিও ধারণ করে। এরপরের ঘটনা কোর্ট প্রকাশ করেনি। তবে ২০২১ সালের ১৭ জুলাই থেকেই পুলিশ সতর্ক অবস্থানে ছিল এবং পরবর্তী ১০ দিনের মধ্যে সিসিটিভি ফুটেজ এর মাধ্যমে তাকে গ্রেফতার করে। তার বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়। সেখানে শিশু পর্ণগ্রাফির প্রমাণ মেলে। আলফ্রেড তদন্ত কর্মকর্তাকে জানিয়েছে সে এগুলো ডার্ক ওয়েব থেকে নিজের আনন্দের জন্য ডাউনলোড করেছে। ২৫ মার্চ পর্যন্ত তার জামিনের জরিমানা ধরা হয়েছে ২০ হাজার ডলার। আগামী ১১ এপ্রিল থেকে তার কারাদন্ডের শাস্তি শুরু হবে। 


You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য