clock Monday, 17 March 2025, ৩ চৈত্র ১৪৩১

হুতিদের হামলা বন্ধ না হলে অভিযান চলবে: যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

হুতিদের হামলা বন্ধ না হলে অভিযান চলবে: যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধের ঘোষণা না দিলে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রোববার এ ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

শনিবার রাতে ইয়েমেনের হুতিদের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছে বলে দাবি করেছে হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে পাঁচ শিশু ও দুই নারীও রয়েছে। তবে পেন্টাগন সাধারণ মানুষের প্রাণহানির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

হুতি নেতা আব্দুল মালিক আল-হুতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যদি যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকে, তবে লোহিত সাগরে মার্কিন ও তাদের মিত্রদের জাহাজ লক্ষ্য করে আমাদের হামলাও চলবে।’

হুতিদের দাবি, তারা মার্কিন রণতরি ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানসহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের বিমানবাহিনী হুতিদের ১১টি ড্রোন ভূপাতিত করেছে এবং একটি ক্ষেপণাস্ত্র ইয়েমেন উপকূলে বিধ্বস্ত হয়েছে, যা কোনো হুমকি সৃষ্টি করেনি।

পেন্টাগনের ভাষ্য, হুতিরা যতদিন লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধের ঘোষণা না দেবে, ততদিন তাদের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে।

হুতিরা দাবি করছে, গাজায় ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এসব হামলা চালাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র বলছে, হুতিদের এই হামলার পেছনে রয়েছে ইরানের মদদ।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে হুতি রাজনৈতিক ব্যুরো এবং হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়েছে মস্কো।

বিশ্লেষকদের মতে, এই সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার ঝুঁকি বাড়াচ্ছে এবং আন্তর্জাতিক বাণিজ্য পথের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য