ফিলিস্তিনি জনগণের প্রতি একতাবদ্ধ অবস্থান জানিয়ে ইসরাইলিদের মালদ্বীপে প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। মঙ্গলবার (১৫ এপ্রিল) মালদ্বীপ সংসদে এই সংক্রান্ত আইন পাস হওয়ার পরপরই প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তা অনুমোদন করেন। বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।
মালদ্বীপ প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, “ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের চলমান বর্বরতা ও গণহত্যার নিন্দা জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি সরকারের দৃঢ় অবস্থানের প্রতিফলন।”
বিবৃতিতে আরও বলা হয়, “মালদ্বীপ ফিলিস্তিনিদের প্রতি তার অকুণ্ঠ সংহতি পুনর্ব্যক্ত করছে।” প্রেসিডেন্ট মুইজ্জুর কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর করা হয়েছে।
এর আগে, ২০২৩ সালে ইসরাইল সরকার নিজ দেশের নাগরিকদের মালদ্বীপ ভ্রমণ থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছিল। তবে নতুন এই আইনের ফলে এখন থেকে দেশটির ইসরাইলি পর্যটকদের জন্য দ্বীপ রাষ্ট্রটিতে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?