অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা। বৈঠকটি অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।
সূত্র জানায়, বৈঠকে জাতীয় নির্বাচন ঘিরে রোডম্যাপ, রাজনৈতিক বিভ্রান্তি নিরসন এবং সরকারের অবস্থান স্পষ্ট করার বিষয়গুলো আলোচনায় উঠে আসতে পারে। পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে।
এর আগে মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা এক প্রস্তুতিমূলক বৈঠক করেন। সেখানেই আজকের বৈঠকের বিভিন্ন দিক চূড়ান্ত করা হয়।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিএনপির অনুরোধক্রমে বৈঠকের জন্য সময় নির্ধারণ করা হয়েছে।
বিএনপির নেতারা জানিয়েছেন, বুধবারের আলোচনার পরদিন—বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায়—জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গেও তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে নির্বাচনী সংস্কার এবং বৃহত্তর রাজনৈতিক ঐকমত্য গঠনের বিষয়টি গুরুত্ব পাবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?