clock ,

ট্রামে স্ত্রীর গায়ে আগুন, জার্মানিতে পলাতক স্বামীকে খুঁজছে পুলিশ

ট্রামে স্ত্রীর গায়ে আগুন, জার্মানিতে পলাতক স্বামীকে খুঁজছে পুলিশ

জার্মানির পূর্বাঞ্চলীয় শহর গেরাতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। রবিবার সকালে চলন্ত ট্রামে নিজের স্ত্রীর ওপর দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেন এক ব্যক্তি। এই ভয়াবহ হামলার পর হামলাকারী পালিয়ে গেছেন।

থুরিঞ্জিয়া রাজ্যের পুলিশ জানায়, ৪৬ বছর বয়সী ভুক্তভোগী নারী ট্রামে ভ্রমণ করছিলেন। আচমকা তার স্বামী ট্রামে উঠে তার গায়ে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। ট্রামে থাকা যাত্রীরা চিৎকার শুরু করলে ট্রামচালক জরুরি স্টপ বোতাম চেপে ট্রাম থামান। ট্রাম থামার সুযোগে হামলাকারী দরজা খুলে পালিয়ে যায়।

ট্রামের চালক দ্রুত অগ্নিনির্বাপক ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে ওই নারী মারাত্মকভাবে পুড়ে যান। তাকে হেলিকপ্টারে করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।


পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর স্বামী, যার বয়স ৪৬ বছর। তিনি জর্জিয়ান (জর্জিয়া থেকে আসা) বংশোদ্ভূত। হামলার পর থেকে তিনি পলাতক। পুলিশ তাকে হত্যাচেষ্টার অভিযোগে খুঁজছে। ইতোমধ্যে তার ছবি প্রকাশ করা হয়েছে এবং হামলার সময় পরা পোশাকের বর্ণনাও দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, পুরো শহরজুড়ে চিরুনি অভিযান চালানো হচ্ছে। আশপাশের এলাকাগুলোর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ট্রাম স্টেশন, বাস টার্মিনাল সীমান্ত এলাকায় কড়া নজরদারি বসানো হয়েছে, যাতে তিনি দেশ ছেড়ে পালাতে না পারেন।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, “পুরো ট্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা কেউ ভাবতেও পারিনি এমন ভয়াবহ কিছু ঘটতে পারে। আগুন লাগার পর সবাই চিৎকার করছিল, আর ওই নারী যন্ত্রণায় কাতরাচ্ছিলেন।

পুলিশের ধারণা, এটি পারিবারিক সহিংসতার একটি ঘটনা। তবে কি কারণে স্বামী এই নৃশংস হামলা চালিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।

জার্মান পুলিশ সাধারণ জনগণকে সতর্ক থাকতে বলেছে এবং হামলাকারী সম্পর্কে কোনো তথ্য থাকলে দ্রুত পুলিশের হটলাইনে যোগাযোগ করতে অনুরোধ করেছে।

জার্মান পুলিশ বলেছে, হামলাকারীকে দ্রুত গ্রেফতার করতে বিশেষ দল মাঠে নেমেছে। সাধারণ জনগণের নিরাপত্তার স্বার্থে পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য