clock ,

হালদা নদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিখোঁজ প্রবাসীর মরদেহ উদ্ধার

হালদা নদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিখোঁজ প্রবাসীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীতে মোটরসাইকেলসহ পড়ে নিখোঁজ হওয়া প্রবাসী যুবক নুরু উদ্দিন মঞ্জুর (৩০) মরদেহ সাত ঘণ্টা পর উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়ন নাজিরহাট পৌরসভার সীমান্তবর্তী সিদ্ধাশ্রম ঘাট এলাকার অস্থায়ী কাঠের সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মঞ্জু উপজেলার পাঁচপুকুরিয়া গ্রামের প্রবাসী নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে সুয়াবিল এলাকা থেকে একটি অনুষ্ঠান শেষে বন্ধু তাজ উদ্দিনের সঙ্গে মোটরসাইকেলে করে ফেরার সময় অস্থায়ী কাঠের সেতু পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটে। এতে দুজনই মোটরসাইকেলসহ নদীতে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাজ উদ্দিনকে উদ্ধার করলেও মঞ্জু স্রোতে ভেসে নিখোঁজ হন। রাতভর তল্লাশি চালিয়ে অবশেষে রাত আড়াইটার দিকে কাঠের সেতুর নিচে আটকে থাকা অবস্থায় মঞ্জুর মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, "দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

প্রবাসে জীবিকার তাগিদে থাকা নুরুল ইসলামের একমাত্র ছেলের এমন করুণ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার এলাকাজুড়ে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য