clock ,

সিঙ্গাপুরে গমনেচ্ছুদের IPA Attestation লাগবে না, সুখবর দিল হাইকমিশন

সিঙ্গাপুরে গমনেচ্ছুদের IPA Attestation লাগবে না, সুখবর দিল হাইকমিশন

সিঙ্গাপুর গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া হলো IPA (ইমপ্লয়মেন্ট পাস অ্যাপ্রুভাল) Attestation এবং অনলাইনে IPA Attestation নিয়ে ইতোমধ্যে বেশ ঝামেলায় পড়তে হয়েছে। সিঙ্গাপুর গমনেচ্ছুরা সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সমস্যাটির সমাধানকল্পে সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেছেন। তবে এবার তাদের জন্য রয়েছে সুখবর। বাংলার কণ্ঠ সাথে  ফোনালাপে হাই কমিশনার . মোঃ তৌহিদুল ইসলাম, এনডিসি, জানান এখন থেকে IPA Attestation লাগবে না। গত ১৭ এপ্রিল বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক নির্দেশনার ভিত্তিতে (স্মারক নম্বর: ৪৯.০০.০০০০.০৪৮.১১.০১৭.২১.১১৯) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, আজ (১৮ এপ্রিল) থেকে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশন নতুন কোনো আইপিএ অনুমোদন আবেদন গ্রহণ করবে না। পাশাপাশি অনলাইন আইপিএ অনুমোদন সেবাও বন্ধ থাকবে সিঙ্গাপুর প্রবাসী চাকুরিপ্রার্থীদের দাবীর প্রেক্ষিতে দীর্ঘদিনের সমস্যাটির সমাধান হওয়ায় বাংলাদেশের অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা। হাইকমিশনারও সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে যারা সম্প্রতি চাকরির অফার পেয়েছেন এবং আইপিএ অনুমোদনের অপেক্ষায় ছিলেন। কারণ সিঙ্গাপুরে আসার জন্য IPA Attestation বাধ্যতামূলক ছিল। প্রয়োজনীয় কাগজপত্র তৈরি নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ হলেও অনলাইনের মাধ্যমে IPA Attestation এর জন্য দীর্ঘ সময় লাগতো। বিএমইটি কার্ড আটকে যেত। অনেক সময় এজেন্সিও আইপিএ ক্যান্সেল করার হুমকি দিত।

সরকারের এই সিদ্ধান্তে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও অনিশ্চয়তা উদ্বেগ দূর হয়েছে। তারাও একপ্রকার স্বস্তির নিশ্বাস ফেলেছেন। এদিকে প্রবাসী কমিউনিটির অনেকেই বলছেন, এতদিন পরে IPA Attestation এর মতো গুরুত্বপূর্ণ বিষয়টিতে সরকার যথযাথ ব্যবস্থা নিয়েছেন। সিঙ্গাপুরের শ্রমবাজার ধরে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বেশি কার্যকর পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন তারা।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য