ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে যুক্তরাষ্ট্রের অভিবাসন বিষয়ক কর্তৃপক্ষ জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ভারতীয় গবেষক বদর খান সুরিকে আটক করেছে।
ভারতীয় গণমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ ও ‘পলিটিকো’র প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার সুরির বিরুদ্ধে হামাসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এনেছে। যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।
এর আগে একই অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতীয় নাগরিক রজনি শ্রীনিবাসনের শিক্ষার্থী ভিসা বাতিল করে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী ১১ মার্চ যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড এনফোর্সমেন্ট (আইসিই) কর্তৃপক্ষের গ্রেপ্তার এড়াতে নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
সুরি আটকের ঘটনা আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। হামাসের সঙ্গে সম্পর্কের অভিযোগে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের ফলে বিদেশি শিক্ষার্থীদের ওপর নজরদারি বাড়ানো হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?