২০ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টায় ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২৪ ফুটবলের একটি দল নিয়ে হেড কোচ হাভিয়ের কাবরেরা শিলং পৌঁছেছেন। বাংলাদেশ দল আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে। এটি প্রথমবারের মতো বাংলাদেশ দলের সঙ্গে যাচ্ছেন হামজা চৌধুরী, যিনি ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলে থাকেন। তিনি এক সময় প্রিমিয়ার লিগের লেস্টার সিটি দলেরও সদস্য ছিলেন।
জাতীয় দল ক্যাম্পের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন ৪ ফুটবলার। সৌদিতে ক্যাম্প শেষে ইতালি প্রবাসী ফাহমিদুল হকসহ তিন ফুটবলার বাদ পড়েন। ভারত সফরে যাওয়ার আগে আরও দুজন বাদ পড়েছেন।
২৫ মার্চ ভারতের শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ ভারতের বিপক্ষে মাঠে নামবে। বাংলাদেশ দলের স্কোয়াডে হামজা চৌধুরী ছাড়াও রয়েছেন জামাল ভূঁইয়া, মিতুল মার্মা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, রহমত মিয়া, শাকিল হুসাইন, ইশা ফয়সাল, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, মোহাম্মদ হৃদয়, কাজেম কিরমানি, মো. সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মুজিবর রহমান, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম ও আল আমিন।
এদিকে, ভারতের শিলংয়ে মালদ্বীপের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে ভারত, যেখানে তারা ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করেছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?