লক্ষ্মীপুরে পাওনা টাকা পরিশোধ করতে গিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে নাহিদুল ইসলাম ভূঁইয়া হৃদয় নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার পর ভুক্তভোগী নারী সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।
জানা গেছে, ভুক্তভোগীর স্বামী দেশের বাইরে থাকাকালীন হৃদয়ের কাছে ১ হাজার টাকা ধার নেন। ওই টাকা পরিশোধ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুসন্তান নিয়ে গৃহবধূ তার বাড়িতে যান। সেখানে হৃদয় তাকে কৌশলে ঘরে ডেকে নিয়ে যায়। ঘরে ঢুকতেই হৃদয় পেছন থেকে তার মুখ চেপে ধরে এবং গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে ভুক্তভোগীর জামাকাপড় ছিঁড়ে যায়। তার শিশুটি কান্না করলে হৃদয় তাকে পাশের কক্ষে নিয়ে আটকে রাখে।
এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। পুলিশ অভিযানে গিয়ে হৃদয়কে গ্রেপ্তার করে এবং তাকে থানায় নিয়ে আসে। পরে ভুক্তভোগীর মামলায় হৃদয়কে গ্রেপ্তার দেখানো হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, অভিযুক্ত হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার তদন্ত চলছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?