clock ,

হলদিরামের স্ন্যাকস ব্যবসায় সিঙ্গাপুরের টেমাসেক, বিনিয়োগ প্রায় ৮,৭২৯ কোটি টাকা

হলদিরামের স্ন্যাকস ব্যবসায় সিঙ্গাপুরের টেমাসেক, বিনিয়োগ প্রায় ৮,৭২৯ কোটি টাকা

হলদিরামের ব্যবসায় অংশীদার হওয়ার দৌড়ে ছিল একাধিক বিদেশি সংস্থা। দীর্ঘ আলোচনার পর, অবশেষে সিঙ্গাপুরের রাষ্ট্রায়ত্ত ইনভেস্টমেন্ট ফার্ম টেমাসেক হলদিরামের স্ন্যাকস ব্যবসার ১০ শতাংশ মালিকানা কিনেছে। এই চুক্তির মূল্য ১০০ কোটি মার্কিন ডলার (প্রায় ,৭২৯ কোটি টাকা)আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, টেমাসেক এবং হলদিরামের মধ্যে কয়েক মাস ধরে দর-কষাকষির পর চুক্তিটি চূড়ান্ত হয়েছে। এর আগে, আমেরিকান সংস্থা ব্ল্যাকস্টোন হলদিরামের ২০ শতাংশ স্টেক কিনতে চেয়েছিল, তবে তাদের প্রস্তাব হলদিরামের পছন্দ হয়নি।

টেমাসেক ভারতের স্ন্যাকস মার্কেটের বড় সম্ভাবনা দেখছে। ভারতের ৬২০ কোটি ডলারের স্ন্যাকস মার্কেটের ১৩ শতাংশ দখলে রয়েছে হলদিরামের। এই সংস্থার শুধু জনপ্রিয় স্ন্যাকস নয়, রেস্তোরাঁ চেনও রয়েছে।

২০২৩-২৪ অর্থবর্ষে হলদিরামের মোট বিক্রি ছিল ,৫৫১ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১০. শতাংশ বেশি। সংস্থাটির মুনাফা হয়েছে ৫৯৭ কোটি টাকা। ভারতের এফএমসিজি সেক্টরে নিজেদের উপস্থিতি আরও বাড়ানোর লক্ষ্যেই টেমাসেক এই বিশাল বিনিয়োগ করেছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য