clock ,

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে  ঢাকামুখী লাখো কর্মী

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে ঢাকামুখী লাখো কর্মী

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো বড় পরিসরে জাতীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে। আগামী শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় অনুষ্ঠেয় এই সমাবেশ ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।

জামায়াত নেতারা জানিয়েছেন, সমাবেশে অন্তত ১০ লাখ মানুষ অংশ নেবেন বলে তাদের আশা। লক্ষ্যে ইতোমধ্যে ১০ হাজারের বেশি বাস, রিজার্ভ ট্রেন লঞ্চ ভাড়া করা হয়েছে। অনেক নেতাকর্মী আগেভাগেই রাজধানীতে অবস্থান নিয়েছেন, আত্মীয়-স্বজনের বাসায় উঠছেন এবং শহরজুড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “শুধু বাসই নয়, চট্টগ্রাম থেকে একটি বিশেষ ট্রেন রিজার্ভ করা হয়েছে এবং দক্ষিণাঞ্চল থেকে লঞ্চেও নেতাকর্মীরা ঢাকায় আসবেন। আমরা ১০ লক্ষাধিক মানুষের সমাগম আশা করছি।

সমাবেশে সার্বিক শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিতে হাজার স্বেচ্ছাসেবক মাঠে কাজ করবেন বলে জানান তিনি।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে দলটির ঘোষিত সাত দফা দাবি তুলে ধরা হবে। শুধু দলের নিজস্ব কর্মী-সমর্থকরাই নয়, বিভিন্ন সমমনা রাজনৈতিক দল সংগঠনযেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, গণঅধিকার পরিষদসহজুলাই অভ্যুত্থানপন্থী বেশিরভাগ দলকেও দাওয়াত দেওয়া হয়েছে।

বাস্তবায়ন কমিটি গঠন করে জামায়াত ইতোমধ্যে মঞ্চ নির্মাণ, ডিজিটাল ডিসপ্লে, সাউন্ড সিস্টেম, বিশুদ্ধ পানির ব্যবস্থা, অস্থায়ী চিকিৎসাসেবা এবং স্যানিটেশনসহ বিভিন্ন বিষয় তদারক করছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

সম্প্রতি জামায়াতের একটি সাত সদস্যের প্রতিনিধি দল অ্যাডভোকেট জুবায়েরের নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে বৈঠক করে সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা নিরাপত্তা বিষয়ে আলোচনা করেছে।

সমাবেশকে কেন্দ্র করে রাজধানীজুড়ে পোস্টার, মিছিল পথসভা চলছে। মহানগর থেকে পাড়া-মহল্লা পর্যন্ত সমাবেশের বার্তা ছড়িয়ে দিতে সক্রিয় হয়েছে মিডিয়া কমিটি।

সমাবেশে মানুষের ঢল নামবে বলেই ধারণা করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে অংশগ্রহণকারীর সংখ্যা আরও বেড়ে যেতে পারে বলে দলটির নেতাদের বিশ্বাস।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য