মালদ্বীপে কর্মরত বাংলাদেশি শ্রমিক তৈয়ব উদ্দিন (৫৪) আকস্মিক ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় অচল হয়ে পড়েছেন। গত ১০ দিন ধরে মালদ্বীপের রাজধানী মালেতে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শরীরের এক পাশ সম্পূর্ণ অচল হয়ে যাওয়ায় দ্রুত দেশে ফিরে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য আকুতি জানাচ্ছেন এই প্রবাসী।
নরসিংদীর রায়পুরা উপজেলার তুলাতুলি গ্রামের বাসিন্দা তৈয়ব উদ্দিন পাঁচ বছর আগে জীবিকার সন্ধানে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন। কুদাহুভাধু আইল্যান্ডে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। তবে দীর্ঘদিন ধরে সেখানে তিনি অবৈধভাবে অবস্থান করছিলেন।
চলতি জুলাই মাসের শুরুতে কর্মস্থলে হঠাৎ পড়ে গেলে সহকর্মীরা দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে তাকে মালে শহরের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ায় তার শরীরের এক পাশ প্রায় পুরোপুরি অচল হয়ে গেছে।
বর্তমানে মালদ্বীপে কর্মরত ব্রাহ্মণবাড়িয়ার দুই প্রবাসী আহমেদ ও রফিকুল ইসলাম তার চিকিৎসা খরচ ও দেখভালের দায়িত্ব নিয়েছেন। তারা বলেন, “তৈয়ব ভাইয়ের এখানে আত্মীয়স্বজন নেই। আমরাই তার পাশে আছি। কিন্তু দীর্ঘমেয়াদি চিকিৎসার খরচ আমাদের পক্ষে বহন করা সম্ভব নয়।”
তারা জানান, বিষয়টি বাংলাদেশ হাইকমিশনকে জানানো হয়েছে এবং হাইকমিশনারের পক্ষ থেকে দেশে পাঠানোর বিষয়ে সহযোগিতার আশ্বাসও পাওয়া গেছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?