বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও সৃজনশীল প্রতিভার এক বৈচিত্র্যময় উপস্থাপনায় গত ১৭ মে সিঙ্গাপুরে দিনব্যাপী শিল্প ও হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। হোটেল রয়াল কুইন্সে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত “Day Long Art & Craft Exhibition” শীর্ষক প্রদর্শনীটি ছিল সর্বসাধারণের জন্য উন্মুক্ত।
প্রদর্শনীতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি চিত্রশিল্পী ও রোটারি ইন্টারন্যাশনালের সাবেক জেলা গভর্নর এবং দ্য ডেইলি অবজারভারের ম্যানেজিং এডিটর PDG স্যাম শওকত হোসেন এর নেতৃত্বে পাঁচজন সমকালীন বাংলাদেশি শিল্পীর আঁকা ছবি প্রদর্শিত হয়।
প্রদর্শনীর আয় থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ কুমিল্লার রোটারি চক্ষু হাসপাতালের উন্নয়ন ও সংস্কার কাজে ব্যয় করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
উল্লেখ্য, প্রদর্শনীটির আয়োজন করছে স্যাম ক্রিয়েশন (SAM CREATION), যা CDME-এর একটি অঙ্গসংগঠন। আয়োজনে সহায়তা করছেন সিন রোটারি সদস্য সুজাতা তিওয়ারি, যিনি Avocado Skin Pte Ltd-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?