সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি পেশাজীবী ও অভিবাসী কর্মীদের অংশগ্রহণে আজ ১৮ মে পেনজুরু রিক্রিয়েশন সেন্টারে এক আনন্দমুখর ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস)।
উৎসবমুখর পরিবেশে বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা এই টুর্নামেন্টে অংশ নেন। খেলার মাঠ ক্রীড়া, সংহতি ও সাংস্কৃতিক বিনিময়ের এক অনন্য মঞ্চে পরিণত হয়। প্রবাসী ও স্থানীয় কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ দর্শক হিসেবে উপস্থিত থেকে এই আয়োজন উপভোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডঃ মো. তৌহিদুল ইসলাম। এছাড়াও সিঙ্গাপুরের শ্রম মন্ত্রণালয় (MOM) ও জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস (NTUC)-এর প্রতিনিধিরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন।
এসবিএস আয়োজিত এই টুর্নামেন্টে এসবিএম গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মুহাম্মদ সালাউদ্দিন তার অসাধারণ ক্রীড়া নৈপুণ্যের জন্য "টুর্নামেন্টের সেরা খেলোয়াড়" নির্বাচিত হন। এসবিএম ক্রিকেট দলের উত্তেজনাপূর্ণ খেলা দর্শকদের মুগ্ধ করে তোলে, বিশেষ করে সালাউদ্দিনের ব্যক্তিগত পারফরম্যান্স ছিল বিশেষভাবে প্রশংসিত।
সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন, সহযোগিতা ও ঐক্য জোরদার করার লক্ষ্যে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস) নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। এই ক্রিকেট টুর্নামেন্ট ছিল সেই ধারাবাহিকতার একটি সফল ও স্মরণীয় উদ্যোগ।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?