সাভারে একই দিনে যাত্রীবাহী দুটি চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয় ছিনতাইকারীরা। এই ঘটনার পর মহাসড়কে চলাচলকারী যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রথম ঘটনা ঘটে শুক্রবার দুপুর ১২টার দিকে, ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন ব্রিজের ওপর সাভার পরিবহনের একটি বাসে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী বাসযাত্রী তায়েফুর রহমান জানান, তিন যুবক বাসে উঠে নারী যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়। তার স্ত্রীর গলায় থাকা লক্ষাধিক টাকার লকেটসহ এক ভরির সোনার চেইনও লুটে নেয় তারা।
অপর ঘটনা ঘটে দুপুর সাড়ে ১২টার দিকে, সিএনবির আগে রাজধানী পরিবহনের আরেকটি বাসে। সেখানে তিন যুবক ধারালো ছুরি দেখিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নেয়। বাসযাত্রী আনোয়ার হোসেন বলেন, ছিনতাইকারীরা হঠাৎ বাসে উঠে সবাইকে ভয় দেখিয়ে লুটপাট চালায় এবং দ্রুত পালিয়ে যায়।
এছাড়া একই এলাকায় একাধিক বাসে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। যাত্রীরা অভিযোগ করছেন, বারবার একই জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কেউ কেউ সন্দেহ করছেন, কিছু বাস চালক ও সহকারীরাও এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা জানান, ছিনতাইকারীদের ধরতে পুলিশের টহল টিম সার্বক্ষণিক কাজ করছে এবং ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাভার পরিবহনের বাসে ছিনতাইয়ের ঘটনাও পুলিশের নজরে এসেছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে, দিনের আলোয় মহাসড়কে চলন্ত বাসে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা মহাসড়কে পুলিশের টহল আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?