clock ,

নিয়োগে সুপারিশ নয়, জোর দিন মেধায়: সারজিস

নিয়োগে সুপারিশ নয়, জোর দিন মেধায়: সারজিস

পুলিশের কনস্টেবল পদে নিয়োগে রাজনৈতিক নেতা বা সমন্বয়কারীদের পেছনে না ছুটে মেধার ওপর গুরুত্ব দিতে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

পোস্টে সারজিস জানান, পঞ্চগড়ে পুলিশের কনস্টেবল নিয়োগের ফিটনেস পরীক্ষা চলমান রয়েছে। এরপর ৫০ নম্বরের লিখিত ১৫ নম্বরের ভাইভা পরীক্ষার ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হবে। তিনি লেখেন, “যে রিটেনে যত ভালো করবে, তার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি। ভাইভাতে মোটামুটি বেসিক জ্ঞান থাকলে - নম্বর পাওয়া যায়। রিটেন পরীক্ষায় খারাপ করলে ভাইভাতে সুপারিশ করে - নম্বর বাড়িয়ে কোনো লাভ নেই।

তিনি আরও বলেন, “ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই রিটেন ভাইভার প্রস্তুতি বাদ দিয়ে রাজনৈতিক নেতাদের পেছনে না ঘুরে, বরং লিখিত পরীক্ষায় মনোযোগ দিন। জেলা পুলিশ পঞ্চগড় নিশ্চিত করেছেএখানে শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ হবে, কোনো প্রকার সুপারিশ গ্রহণ করা হবে না।

সারজিস তার লেখায় 'কোটা না, মেধা' স্লোগান তুলে ধরে লেখেন, “এই দাবিতে হাজারো মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। সেখানেসুপারিশচাওয়া মানে শহীদের রক্তের সঙ্গে প্রতারণা।

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, “আমার কাছে কেউ সুপারিশ চাইতে আসবেন না। অন্য কোনো দলের নেতার কাছেও না যেতে আহ্বান করছি। আমরা চাই বাংলাদেশ পুলিশ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বজায় রাখুক, আর আমরা সবাই মিলে মেধার জয় নিশ্চিত করি।

সারজিসের এই বক্তব্য নিয়োগপ্রত্যাশী তরুণদের মধ্যে স্বচ্ছতা মেধানির্ভর নিয়োগ প্রক্রিয়ার বার্তা ছড়িয়ে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য